Md. Uzzal Hossain - (Bogura)
প্রকাশ ০৭/০৩/২০২২ ০৯:০৩পি এম

জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ad image
বগুড়ায় শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা শ্রমিক লীগ। রোববার বিকেলে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহবায়ক কামরুল মোর্শেদ আপেল।

সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সৈয়দ মাকসুদ আহম্মেদ মনি, জুলফিকার আলী, মহিলা বিষয়ক সম্পাদক ডা: মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন জেলার সদস্য আনন্দ কুমার দাস, গোলাম মোস্তফা, রাজু আহম্মেদ, শাহীন মন্ডল, মোজাম্মেল মন্ডল মোজাম, রাকিবুল হাসান মামুন, আব্দুল খালেক, আজিজুল শেখ, সাহিদুর রহমান, পৌর শ্রমিক লীগের আহবায়ক হাসান তালুকদার, সদস্য সচিব মুনতাসির আহম্মেদ প্লাবন, যুগ্ম আহবায়ক মীর আলম,যুগ্ন আহবায়ক সোহানুর রহমান শিমুল,যুগ্ন আহবায়ক ফিজু শেখ, সদরের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব রায়হানুর রহমান রোহান, কাহালু উপজেলার আহবায়ক আলী আক্কাস, সদস্য সচিব গোলাম রব্বানী, নন্দীগ্রামের সদস্য সচিব রাশেদুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ