Khandokar Ismail Hossain - (Tangail)
প্রকাশ ০৭/০৩/২০২২ ১২:০৭পি এম

ওডেসা শহরে যে কোন সময় হামলা হতে পারে: জেলেনস্কি

ওডেসা শহরে যে কোন সময় হামলা হতে পারে: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন যে, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এই শহরে বেশ কিছু সামরিক তল্লাশি চৌকি বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাস্তা একেবারে শান্ত এবং জন-মানবহীন।খবর-বিবিসি।

কৃষ্ণসাগরের তীরের এই ঐতিহাসিক শহরে প্রায় দশ লাখ মানুষ থাকে। ওডেসা বন্দর মলদোভা সীমান্তের বেশ কাছে। শহরের একজন কর্মকর্তা মাইখাইলো শুমুশকোভিচ বলছেন, এর মধ্যে প্রায় এক লাখ মানুষ শহর ছেড়ে পালিয়েছে। তবে তিনি বলছেন, তারা লড়াইয়ের জন্যও প্রস্তুত। তিনি বলেন, ‘যে কোন সময় এটা ঘটতে পারে’।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ