Md. Faruk Hossain Apon - (Natore)
প্রকাশ ০৬/০৩/২০২২ ০৫:৫১পি এম

নাটোরের বড়াইগ্রামে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
নাটোরের বড়াইগ্রামে রোববার চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করা হয়েছে। পুলিশ নিহত ইয়ামিন সরকার হিরো (২৬) এর লাশ উদ্ধার করে নাটোর আধনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানাইদহ পূর্ব পাড়া গ্রামের মৃত আয়নাল সরকার বিদ্যুৎ এর ছেলে অটোভ্যান চালক ইয়ামিন সরকার হিরো শনিবার সকাল ১০টার দিকে তার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতার পাড় পুলিশ বক্স এর পাশের তিরাইলের কাঁচা রাস্তায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান লাশ সনাক্ত করে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাটোরের সিআইডি, গোয়েন্দা পুলিশও থানা পুলিশ হত্যাকারীদের সনাক্ত করতে ঘটনাস্থল পরিদর্শন শেষে কাজ শুরু করেছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই কন্যার জনক ইয়ামিন সরকার হিরোকে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ