About Us
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৫/০৮/২০২০ ০৯:১৭পি এম

তিন বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৭৬ হাজার শিশুর জন্ম

তিন বছরে রোহিঙ্গা ক্যাম্পে ৭৬ হাজার শিশুর জন্ম Ad Banner

গত তিন বছরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ৭৬ হাজার শিশু জন্ম নিয়েছে।  শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।  চলতি বছরের ৩১ মে পর্যন্ত কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলোতে তিন বছরের কমবয়সী শিশুর সংখ্যা ৭৫ হাজার ৯৭১। 


মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনে রাখাইন থেকে মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার তিন বছর পূর্তি হচ্ছে আজ। ফলে শরণার্থী ক্যাম্পগুলোতে এসব শিশুর জন্ম হয়েছে।  সেভ দ্য চিলড্রেন জানায়, এই শিশুদের সংখ্যা মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় নয় শতাংশ।  এই শিশুরা যে পরিবেশে বেড়ে উঠছে তা তাদের বিকাশের জন্য উপযুক্ত নয় বলে রিপোর্টে সংস্থাটি জানায়। 


২০১৭ সালে ২৫ আগস্ট রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশ সীমান্তে। মিয়ানমারে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিকাণ্ড, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসতে শুরু করে।  ওই বছর সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে এসে আশ্রয় নেয় বাংলাদেশের কক্সবাজার জেলায়।  এর আগে মিয়ানমার সরকারের নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা আরও দুই লাখ রোহিঙ্গা কক্সবাজার শরণার্থী ক্যাম্পে অবস্থান করছিল।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ