সলঙ্গায় কাভার্ড ভ্যান ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় আলাউদ্দিন (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫মার্চ) বেলা ১১টায় হাটিকুমরুল-বগুড়া মহাড়কের রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নাটোরের সিংড়া উপজেলার তালঘড়িয়া গ্রামের আমিনের ছেলে। এ সময় ঘাতক চালক ও সহকারী পালিয়ে গেলেও কার্ভাড ভ্যানটি জব্দ করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত আলাউদ্দিনের মরদেহ, মোটরসাইকেল,কার্ভাড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।