Syad Mehedi Hasan Alvi - (Patuakhali)
প্রকাশ ০৬/০৩/২০২২ ০২:৫২এ এম

রংপুরের দর্শনায় ফেসবুক পোস্ট দিয়ে এক ছাত্রের আত্মহত্যা

রংপুরের দর্শনায় ফেসবুক পোস্ট দিয়ে এক ছাত্রের আত্মহত্যা
ad image
রংপুরের দর্শনায় নিলাঙ্গন ছাত্রাবাসে আজ আনুমানিক সকাল ৬.০০ ঘটিকার দিকে মোঃ শহিদ সরকার(১৮) নামক এক ভর্তি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মৃত শহিদ পীরগঞ্জের হলদি বাড়ির বাবুর্চি মোঃ শফিকুল ইসলাম(৪০) এবং মাফিয়া বেগমের ছেলে। শহিদ কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজে এর বিজ্ঞান বিভাগ থেকে এইস.এস.সি পরীক্ষায় উর্তীন্ন হয়েছে। আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখে এবং ফেসবুকে পোস্ট দেয়। ফেসবুক পোস্টে সে তার একাকিত্ব ও প্রেমে ব্যার্থতার ঈঙ্গীত দেয় এবং আত্মহত্যার কথা বলে।

ফেসবুক পোষ্ট দেখে এক বন্ধু ১০.৫০ ঘটিকায় তার খোঁজ নিতে অসে এবং রুমের ভিতর থেকে সাড়া না পাওয়ায় দরজা ভাঙ্গা হলে ফ্যানের সাথে ঝুলন্ত শহিদের লাশ পাওয়া যায়। বেলা ১১.১৫ ঘটিকার দিকে তাজহাট থানায় জানানো হলে পুলিশ ১.৩০ ঘটিকার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। মৃত শহিদ মূলত ভর্তি প্রস্তুতি নেওযার জন্য উদ্ভাসের রংপুর শাখায় ভর্তি হয়েছিল।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ