About Us
মঙ্গলবার, ২২ জুন ২০২১
Nazrul
প্রকাশ ২৫/০৮/২০২০ ০৮:৫৮পি এম

শুটিং চালিয়ে যাবেন কারিনা

শুটিং চালিয়ে যাবেন কারিনা Ad Banner

বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর পেশাদারিত্বে আপোষহীন একজন ব্যক্তিত্ব। নিজের জন্য সিনেমার শুটিংয়ে কোনো ব্যাঘাত ঘটুক তা মেনে নিতে নারাজ তিনি। তাইতো দ্বিতীয় সন্তানের সময়েও কর্মবিরতি নিচ্ছেন না বলিউড সুন্দরী। 


কয়েকদিন আগেই সাইফ আলি খান জানিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান আসছে। এ খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বলিউড অঙ্গনসহ সারা বিশ্বের ভক্তদের মাঝে। শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শুভেচ্ছা জানাতে দেরি করেনি। 


এদিকে, বলিউডের অভিনেত্রীকে নিয়ে সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে জানায়, অন্তঃসত্তা অবস্থাতেও শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারিনা। যেহেতু অন্তঃসত্ত্বা কারিনা শুটিং চালিয়ে যাবেন তাই ভিএফএক্স ব্যবহার করে তার শারীরিক পরিবর্তন আনা হবে। গর্ভে সন্তান রয়েছে সেটি যেন ছবিতে ফুটে না উঠে।


জানা গেছে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই ‘লাল সিং চাড্ডা’ সিনেমার টিমের সঙ্গে যোগ দেবেন এই অভিনেত্রী। নিজের জন্য কাউকে শিডিউলজনিত সমস্যায় পড়তে দিতে রাজি নন সাইফপত্নী।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Md. Al-Amin Rana - (Dhaka)
প্রকাশ ২১/০৬/২০২১ ০১:১৫পি এম