পৃথিবী তোমায় মনে রাখবে বলে মনে কর যদি,
এ ভুলের ক্লান্তি নেই,
আবার দেখা হবে বলে কিছু নেই।
আমি কোন মহকর্ষ নই,
কেবলই বিমর্ষ এক ভাবনার সাথে রই।।।।
মহাকালের পথে তুচ্ছ সে ভাবনা ,
তার থেকেও অতি তুচ্ছ এ আমি...
কোথাও শান্তি নেই; কোথাও ক্লান্তি নেই..
কোথাও আমি নেই কোথাও ছিলেমনা কখনো...
কেবলই এক বিমর্ষ ভাবনা হয়ে রই!
এক বিমর্ষ ভাবনার মাঝে রই,
সে ভাবনাও নয় কখনোই হয়তো আমার!
হয়তো অন্য কারোও নয়..
বেনামি সে ভাবনা গুলো কেবল আমার হয়েই রয়!
আমি তারে বলি,,সেও বলে বিরামহীন,
এভাবেই কাটছে কাটবে বলে বলে বহুদিন......