Md Rejaul Karim - (Dinajpur)
প্রকাশ ০৫/০৩/২০২২ ০৩:১৭পি এম

ঐতিহাসিক আশুরার বিলে বিএনপি নেতাদের মিলন মেলা

ঐতিহাসিক আশুরার বিলে বিএনপি নেতাদের  মিলন মেলা
ঐতিহাসিক আশুরার বিলে বিএনপি নেতাদের মিলন মেলা দিনাজপুরের নবাবগঞ্জে হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের মিলন মেলা স্থানীয় ঐতিহাসিক আশুরার বিলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে নানা আয়োজনে নাচে গানে উৎসবমুখর পরিবেশে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এসময় আমন্ত্রণ জানানো হয় দিনাজপুর -০৬( নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের নমিনেশন প্রত্যাশী নবাবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন,নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগমকে। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সেক্রেটারী মোঃ নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মফা , ছাত্রদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম অাহবায়ক তাজসহ দুই উপজেলার বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ।

পরে এক প্রীতিভোজে মিলিত হন তার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পুরো অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী মোছাঃ পারুল নাহার।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ