Sheikh Rubel - (Tangail)
প্রকাশ ০৪/০৩/২০২২ ০১:৩৪এ এম

ভূঞাপুরে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন

ভূঞাপুরে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন
ad image
টাঙ্গাইল ভূঞাপুরে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের পাইপসহ ১টি বাংলা ড্রেজার ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম। অভিযান পরিচালনায় সময় ভূঞাপুর থানার এসআই রফিক ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। পরে অভিযান চালিয়ে ১টি বাংলা ড্রেজার ধ্বংস ও পাইপ গুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ