বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় বীমা দিবস পালিত
"বীমায় সুরক্ষিত থাকলে -এগিয়ে যাবো সবাই মিলে"এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বুদ্ধকরণ আলোচনা সভার মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় বীমা দিবস'২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১মার্চ) সকালে জেলা কালেক্টরেট স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।
অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মারুফা জামান, পৌর সভার মেয়র রেজাউল করীম স্বপন, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। স্বাগত বক্তব্য দেন জীবন বীমা কর্পোরেশন এর ইনচার্জ আব্দুল কাইয়ুম। এ সময় ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট তোজাম্মেল হোসেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মনিটরিং ইনচার্জ বদিউজ্জামান, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর এজিএম মমিনুল ইসলাম, প্রগতি লাইফ ইনস্যুরেন্স এর জেনারেল ম্যানেজার এইচ এম ফরিদুল ইসলামসহ বীমা কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর (জনবীমা) এড়িয়া ইনচার্জ আব্বাস আলী। শেষে বীমা দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পরে বীমা সম্পর্কে রচনা প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এদিকে বিকালে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে বীমার তাৎপর্য নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন, কোম্পানির মনিটরিং ইনচার্জ বদিউজ্জামান। স্বাগত বক্তব্য দেন কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় কোম্পানির কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।