MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ০১/০৩/২০২২ ১১:০৫এ এম

লেখক অতি ক্ষুদ্র

লেখক অতি ক্ষুদ্র
লেখক অতি ক্ষুদ্র
কাজী মোছাম্মৎ শামীমা আক্তার

হয়তো আজ আর আমার আকস্মিক
মনাকাশে উতালপাতাল অব্যক্ত বাক্যের
শব্দবিন্যাস হয়তো পড়বেনা কেউ।
না পড়েই অকারণে বাক্যের ফুল ঝুড়ি
হতে উপহার দেবে বিপুল কথার মালা।
এ মালা বহন করা যেন তীব্র যন্ত্রণার।
এমন বিজয় মাল্য চাইনা আমি
চাইনা মিথ্যে রঙ্গের আবীরে রাঙ্গাতে।
চাইনা কাগজের সুবাস বিহীন ফুলের
নকল ভালোবাসা।
চাই না মিথ্যে প্রশংসার আলেয়ার
আলোক বর্তিকায় আলোকিত হতে।
চাইনা মুখোশের আড়ালে সুপ্ত ভাবে
লুকিয়ে থাকা নিন্দেফুল।
শুধু চাই এই ক্ষুদ্র লেখকের অতৃপ্ত মনের
লেখা টুকু পড়ুক কোন হৃদয়বান পাঠক।
তবেই হবে প্রকৃত মূল্যায়ন ক্ষুদ্র লেখকের।
এই সামান্য অতৃপ্ত চাওয়া আর দাবী
রেখে গেলাম প্রিয় পাঠকের কাছে।
এতেই হবে লেখকের প্রত্যাশার জয়।
অমর হয়ে বেঁচে থাকবে অনন্তকাল পাঠকের হৃদয়ে হয়ে অক্ষয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

ROMANA ISLAM - (Comilla)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:১৯পি এম