Md Sohel Rana - (Khagrachhari)
প্রকাশ ০২/০৩/২০২২ ০৩:০৬পি এম

দীঘিনালায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বক্স বিতরণ

দীঘিনালায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বক্স বিতরণ
ad image
খাগড়াছড়ির দীঘিনালার নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মতবিনিময়ের জন্য নিরাপদ কক্ষ (সেইফ স্পেস) চালু ও ১শত ৬ জন কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ বক্স বিতরণ হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) ও ইয়ং পাওয়ার সোশ্যাল এ্যাকশন (ইপসা) শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম নিরাপদ কক্ষ (সেইফ স্পেস) উদ্বোধন শেষে কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, ইউএনডিপির চিফ জেন্ডার এন্ড কোহেশন ঝুমা দেওয়ান ও ইপসার প্রকল্প ব্যবস্থাপক মহির উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ