Monir
প্রকাশ ২৮/০২/২০২২ ০১:৪৮পি এম

আমদানি পণ্যের ভেতর থেকে ফেনসিডিল ও মদ জব্দ

আমদানি পণ্যের ভেতর থেকে ফেনসিডিল ও মদ জব্দ
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে ভারত থেকে আমদানি করা রাইস ব্র্যান্ড বোঝাই বাংলা ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদ জব্দ করেছে হিলি কাস্টমস। রবিবার দিবাগত রাত টিা থেকে শুরু করে রাত সাড়ে ৯টা পর্যন্ত পানামা অভ্যন্তরে সাঁড়াশি অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোয়েন্দা সংস্থা সদস্যদের তথ্যের ভিত্তিতে হিলি কাস্টমসের কর্মকর্তারা পানামা পোর্ট অভ্যন্তরে টানা দুই ঘন্টা অভিযান চালিয়ে ভারত থেকে আমদানি করা রাইস ব্র্যান্ড বোঝাই তিনটি বাংলা ট্রাক থেকে ১১৬ বোতল ফেনসিডিল, অফিসার চয়েস ৬৯ বোতল, রয়েল স্টেজ ৪ বোতল, ব্লিডার পাইপ ৯ বোতল জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি, তবে ট্রাকগুলোকে জব্দ দেখানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ