অসুস্থ আনসার জহিরুলের সহায়তায় ইবি ছাত্রলীগ
ব্লাডার টিউমারে আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মরত এক আনসার সদস্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তারা নিজেরাসহ ক্যাম্পাসের হলের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উঠিয়ে তাকে নগদ অর্থ প্রদান করেছেন।
গত শনিবার রাতে অসুস্থ জহিরুল ইসলামের হাতে সাহায্যের ৮ হাজার ৩৭ টাকা তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
নগদ অর্থ হস্তান্তর কালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, শাহাজালাল সোহাগ, সালমান, রেদওয়ান রনি, শাকিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, অসুস্থ আনসার সদস্য জহিরুল ইসলাম সাম্প্রতি ব্লাডার টিউমারে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসার জন্য এক লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। এ কথা জেনে ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলে থেকে ৮ হাজার ৩৭ টাকা তুলে শনিবার রাতে অসুস্থ ঐ অনসার সদস্যের হাতে তুলে দেন।
তিনি বিশ্ববিদ্যালয়ে প্রায় ত্রিশ বছর ধরে গার্ডের চাকরি করেছেন। অসুস্থ অনসার সদস্যের চিকিৎসার জন্য আরো ৯২ হাজার টাকার প্রয়োজন। তিনি সকলের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন।
অসুস্থ আনসার সদস্যকে সহায়তা পাঠাতে জহিরুলের বিকাশ নাম্বারে পার্সোনাল (০১৭২১৯৩৪২১৫ ) সহায়তা পাঠানো যাবে।