আমি মরার পরে
মোঃ ইসহাক মিয়া
মরি গো যেথায় কর সমাধি সেথায়,
পরাণের প্রিয় ভূমি ঐ কাতলা গ্রামে।
যে ভূমিতে জন্মালাম এই দরাদামে,
ভবে সেই তো আমার খাঁটি পরিচয়।
বংশের পরম্পরারা যেই জায়গায়,
চির শায়িত হয়েছে ঠিক তার বামে।
দিও কবর আমার ভুল ক্রটি ক্ষমে,
মিনতি রেখে গেলাম সকলের পায়।
যুগের পরিবর্তনে মুছে স্মৃতি জানি,
অমর হইতে চাই আমি লেখনীতে।
বাঁচিতে চাই মানবে কোটি যুগ ধরে,
যদি ও নইকো মম এত জ্ঞানী গুণী।
সার্থক যনম যদি যুগের শেষেতে,
একটি কবিতা কেহ ভালোবেসে পড়ে।