বিরলে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
দিনাজপুরের বিরলে নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার বিত্তহীন ভাগ্যেদয় সংগঠনের (বিভাস) আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিরল পৌরসভার মেয়র ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সবুজার সিদ্দিক সাগর।
বিভাসের নির্বাহী পরিচালক এবং বিরল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছা. সুফিয়া নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিরল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রমা কান্ত রায়।