Rakibul islam(Rafe) - (Patuakhali)
প্রকাশ ২৭/০২/২০২২ ০৯:০৩পি এম

বর্তমান পাসওয়ার্ড ছাড়াই আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করুন

বর্তমান পাসওয়ার্ড ছাড়াই আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করুন
আমরা অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই কিন্তু যখন আমাদের নাম্বার বা জিমেইল দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে যাই তখন মেক্সিমাম টাইমেই আমরা রিসেট করতে পারিনা।এরকম শো করে।তো আজকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং জানবেন যে কোন নাম্বার এবং জিমেইল দিয়ে আপনার আইডি টা খোলা হয়েছে।

তো যেই আইডির পাসওয়ার্ড রিসেট করবেন সেই আইডির ইউসারনেম টা লাগবে, তো যারা ইউজার নেম কি বা কিভাবে বের করবেন। অথবা যদি ইউজারনেম মনে না থাকে। সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ড বা অন্য কারো আইডি থেকে আপনার আইডি টি খুজে বের করবেন।

বিস্তারিত দেখতে এবং জানতে এই ভিডিও টি দেখুন তাহলেই সহজে বুঝতে পারবেনঃ- https://youtu.be/PZjaJjoWjuU

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ