MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ০১/০৩/২০২২ ০৯:৪৩পি এম

মানুষ চাই

মানুষ চাই
মানুষ চাই
মোঃ হেদায়েতুল ইসলাম

মানুষ চাই সুশীল সমাজ গড়তে,
সততা নিষ্ঠার সাথে বাঁচতে শিখায়।
আপোষ করে না কভু অন্যায়ের সাথে,
এগিয়ে চলে থামে না পেয়ে মৃত্যু ভয়।
দুঃখীর দুঃখে কাঁদে যে সদা পাশে রয়,
নিজ অন্ন তুলে দেয় অনাহারী পাতে।
মজেনা মোহে নিজের সুখের আশায়,
ভাবেনা পরের তরে সর্বস্ব বিলাতে।
যদি এমন বিবেক মনুষত্ব জাগে,
ঘোচাইবে বিভেদের আঁধার কালিমা।
তবেই গড়া সম্ভব সুন্দর ধরণী,
প্রয়োজন একবিংশ শতাব্দীর যুগে।
এমন সংস্কারক যে বাজাবে দামামা,
অত্যাচারের বিরুদ্ধে ধরে রূপ অগ্নি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

ROMANA ISLAM - (Comilla)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:১৯পি এম