ধুনট গোসাইবাড়ী কোভিড১৯ প্রতিরোধে গণ টিকা কার্যক্রম শুরু আগ্রহ কম
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বগুড়া জেলা ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে কোভিড-১৯ প্রতিরোধে গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে। তবে জনগোষ্ঠীর মধ্যে এ টিকা নিতে আগ্রহ কম দেখা যায়।
বৃহস্পতিবার গোসাইবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাছুদুল হক বাচ্চু 'র বরাতে সারা ইউনিয়ন মাইকিং করে গণ টিকার কথা প্রচার করা হয়। কোন ওয়ার্ডে কোথায় এই টিকা দেয়া হবে উল্লেখ করার পরও জনগণের মধ্যে তেমন সারা পাওয়া যায় নাই। গন টিকার কার্যক্রমে যারা কোন ডোজই নেয়নি এবং রেজিষ্ট্রেশন করার মতো কোন কাগজপত্র নেই তারাও এখানে টিকা নিতে পারবে - সে ক্ষেত্রে তাকে টিকা দেয়ার পর একটি টিকা কার্ড দেয়া হচ্ছে। এতদ্ব সত্বেও সচেতনতার অভাবে কোন প্রভাব পরছে না। গোসাঁইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি হাইস্কুল কেন্দ্রে যেয়ে দেখা যায় এমনি পরিস্থিতি। চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু বলেন এ টিকার কার্যক্রম আটাশ তারিখ পর্যন্ত চলবে। উল্লেখ্য নাটাবাড়ি হাইস্কুলে টিকা কার্যক্রম পর্যবেক্ষণ করেন চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, সাথে ছিলেন সচিব মোঃ মিজানুর রহমান।