Md Obydul Haque - (Patuakhali)
প্রকাশ ২৫/০২/২০২২ ১২:০৩এ এম

ভেসে আসেছে শতশত মৃত জেলিফিস কুয়াকাটা সমুদ্র সৈকতে

ভেসে আসেছে শতশত মৃত জেলিফিস কুয়াকাটা সমুদ্র সৈকতে
ad image
কুয়াকাটায় জোয়ারের পানিতে ভেসে আসছে শতশত মৃত জেলিফিস। গত দু’দিন ধরে সমুদ্র তীরে বালুর উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ জেলিফিস গুলো। এ বছর দু’টি প্রজাতির এ জেলিফিস দেখা যাচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগ এ গুলোকে আওরেলিয়া আওরেটা অপরটি ব্যারেল প্রজাতির বলে তারা সনাক্ত করেছে। কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে এ গুলো বালিতে আটকে রয়েছে । দূর থেকে এ গুলোকে বেলুন ভর্তি পানির মত মনে হয়। অনেক গুলোর রয়েছে শিরা উপশিরা। মেরুদন্ডহীন বলে এ গুলো নড়াচড়া করতে পারে না। এক সাথে ১০/১২টি জেলিফিস জেলেদের জালে আটকা পড়লে জাল কেটে দেয়া ছাড়া কোন উপায় থাকে না। প্রতিবছর শীত মৌসুমে সমুদ্রে ভেসে আসছে এ জেলিফিস। তবে এ বছর এর সংখ্যা বেশী বলে স্থানীয়রা জানিয়েছে।

কুয়াকাটার জেলে মুশফিকুর রহমান জানান, দু,বছর আগে জেলিফিস তার জালে জড়িয়ে পড়ায় তার দশ হাজার টাকার একটি জাল নষ্ট হয়ে গেছে। ঢাকা মীরপুর এলাকার পর্যটক সোহরাব হোসেন জানান জেলিফিস গুলো দ্রুত সরিয়ে ফেলা উচিত। এ গুলো পচেঁ পরিবেশ দূষিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আওরেলিয়া আওরেটা এবং ব্যারেল প্রজাতির এ জেলিফিস গুলো সাগরে প্রতিকূল পরিবেশের কারনে এর মৃত্যুর কারন হতে পারে। তবে এর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ