Shazzadul alam khan - (Mymensingh)
প্রকাশ ২৪/০২/২০২২ ১১:৫৯পি এম

ভালুকায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ভালুকায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
ad image
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ১১ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত শপথ নেওয়া চেয়ারম্যানগণ হলেন, ১নং উথুরা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ২নং মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ৩নং ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, ৪নং ধীতপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান খান, ৫নং বিরুনিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হোসেন, ৬নং ভালুকা ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান, ৭নং মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকরাম হোসাইন, ৮নং ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ৯নং কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, ১০নং হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ১১নং রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা। চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্থানীয় সরকার) মোঃ এরফানুর রহমান প্রমূখ। শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ