rafiqul islam - (Shariatpur)
প্রকাশ ২৪/০২/২০২২ ০১:২১পি এম

ইউক্রেনের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ

ইউক্রেনের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ
যুদ্ধের আশঙ্কার মধ্যে রাশিয়ায় বসবাসরত নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। রাশিয়ায় বর্তমানে প্রায় ৩০ লাখ ইউক্রেনের নাগরিক বসবাস করছেন। এমনকি অনেকেরই পরিবারের সদস্য এই দুই দেশেই অবস্থান করছেন।

আল-জাজিরার খবরে জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে পুরো দেশে জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন। আগামী এক মাস এই রাষ্ট্রীয় জরুরি অবস্থা বহাল থাকবে। প্রয়োজনে এই জরুরি অবস্থা আরও এক মাস বাড়ানো হবে।

এর আগে কোনো নাগরিককে রাশিয়া না যাওয়ার পরামর্শ দেয় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অপরদিকে যুদ্ধাবস্থা সামনে রেখে রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্স। এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ১৮ থেকে ৬০ বছর বয়সী নাগরিকরা এই বাহিনীতে যোগ দিতে পারবে। আপাতত দুই লাখ মানুষকে এই বাহিনীতে নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ