Motior Rahman Sumon - (Mymensingh)
প্রকাশ ২৪/০২/২০২২ ০১:২১পি এম

প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক হুমায়ূন মালিক

প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক হুমায়ূন মালিক
হুমায়ূন মালিকের জন্ম ময়মনসিংহের গফরগাঁওয়ের শরীফগঞ্জ গ্রামে ১৯৫৭ সালের ২৫ এপ্রিল। বাবা মোঃ আমীর আলী (এম. এ.; এম. এড.) ছিলেন শিক্ষাবিদ, মা ফাতেমা খাতুন ইস্টেটমেন্ট প্রোপার্টির মালিক হিসেবে তার তত্ত্বাবধান করতেন।

হুমায়ূন মালিক কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে ভর্তি হন কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়। সেখান থেকে চলে আসেন ময়মনসিংহ জেলা স্কুলে এবং ১৯৭৪ সালে এখান থেকে এস এস সি পাশ করেন।
তারপর ভর্তি হন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে তবে এইসএসসি সম্পন্ন করেন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ থেকে ১৯৭৬ সালে।
১৯৮২ সালে গফরগাঁও সরকারী কলেজ থেকে বি এস সি শেষ করে ভর্তি হন ঢাকা ল কলেজে এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাকার বিজ্ঞানে এম এ সম্পন্ন করেন।

হুমায়ূন মালিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর সাপ্তাহিক 'আগামী', 'তারুকালোক', ও দৈনিক 'আলামিন' 'বাংলাবাজার' এ সাংবাদিকতা করেন বছর ছয়েক।
এরপর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 'চট্রগ্রাম প্রত্নতত্ত্ব যাদুঘর' এ লাইব্রেরিয়ান হিসেবে যোগদান করেন পরে 'ঢাকা আহসান মঞ্জিল যাদুঘর' এ থেকে ২০১৭ সালে অবসর নিয়ে ময়মনসিংহ জজকোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। সরকারি চাকরীর পাশাপাশি একই সাথে ইন্সটিটিউট-বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। বর্তমানে আইনজীবী হিসেবে ময়মনসিংহে কর্মরত।

হুমায়ূন মালিকের লেখার নিজস্ব একটা ভঙ্গি আছে। একটু ব্যতিক্রম স্বভাবে উপস্থান করেন সমাজেরই ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম, সংস্কারের বিরুদ্ধে। প্রকৃতিগতভাবে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়কে খুব সহজভাবে নেন এবং তুলে ধরেন লেখায়।
হুমায়ূন মালিকের মোট প্রকাশিত গ্রন্থ- ২১টি

গল্পগ্রন্থঃ
মৃত্যুঞ্জয়ের সপ্তম জন্ম( ইউপিএল, ২০০৩)
মায়াবাস্তবের আত্মকথন (কাগজ প্রকাশন-২০০৩)
ক্ষয়িষ্ণু মানবের পোর্টফলিও (নবরাগ প্রকাশনী, ২০০৫)
ধ্রৌমযজ্ঞ ( মিজান পাবলিশার্স, ২০০৫)
গোলাপসংহিতা (বিজয় প্রকাশ, ২০০৫)
মেঘমালা ও কাল-পুরুষ (জ্যোতিপ্রকাশ, ২০০৮)
আমরা তখন যুদ্ধে (জোনাকী প্রকাশনী, ২০১০)
নির্বাচিত গল্প ( আগামী প্রকাশনী, ২০১১)
তৃতীয় তীরে ধস (জোনাকী প্রকাশনী, ২০১২)
ধ্রৌমসংহিতা (মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী গল্প, জোনাকী প্রকাশনী, ২০১৩)
মুক্তিযুদ্ধের গল্প (জোনাকী প্রকাশনী, ২০১৪)
দেহ ও দেহাতীত (ঐতিহ্য, ২০১৪)
জনকের সঙ্গে ইহজনম (মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ, আগামী প্রকাশনী- ২০২০)
হুমায়ূন মালিকের গল্প (জোনাকী প্রকাশনী, ২০২০)
উপন্যাসঃ
দ্রোহী উত্তরসূরি (জোনাকী প্রকাশনী-২০০৫)
নপুংসকনামা (মিজান পাবলিশার্স-২০০৭)
প্রিয় সাপের খামার (বলাকা প্রলাশনী- ২০০৮)
বিনাশের মিত্রপক্ষ (পাঁচটি স্বল্পদৈর্ঘ্য উপন্যাস, ইউপিএল, ২০০৮)
অতিমানবের ঈশ্বরবাসনা (জোনাকী প্রকাশনী-২০১৩)
নপুংসকনামা (চন্দ্রদীপ সংস্করণ, ২০১৪)
মুজিব (আগামী প্রকাশনী, ২০২০)

গবেষণা গ্রন্থঃ
আধুনিক উত্তর বাংলার কবিতা (সমাজ গবেষণা একাডেমী, ঢাকা থেকে, ১৯৮৯ সালে প্রকাশিত)
শিল্পকলা ও কথাশিল্প (মিজান পাবলিশার্স, ঢাকা থেকে ২০১০ সালে প্রকাশিত)
কথাসাহিত্যঃ শৈল্পিক বিবর্তনে বিষয়ের রূপ-বৈচিত্র (গ্রন্থকুটির, ঢাকা থেকে ২০১৩ সালে প্রকাশিত)

হুমায়ূন মালিক উত্তরোত্তর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ