নরসিংদীতে র্যাবের অভিযান ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলা এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আবু সালেহ মুছা(৩২) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তিনি ওই এলাকার স্থায়ি বাসিন্দা। র্যাব জানিয়েছেন, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
নরসিংদী র্যাব-১১ এর কোম্পানি কমাÐার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯ টার দিকে তাদের একটি চৌকস দল পলাশ থানার দড়িহাওলা এলাকায় অভিযান চালিয়ে আবু সালেহ মুছাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা, ১ টি মোবাইল এবং ১ হাজার টাকা উদ্ধার করা হয়।