Monir
প্রকাশ ২২/০২/২০২২ ০৬:২৭পি এম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর এলাকায় পিকআপের ধাক্কায় রেনু বেগম (৫৫) নামে এক নারী পথচারি নিহত হয়েছেন। নিহত রেনু বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুর রাজপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদের মেয়ে। আজ মঙ্গলবার দুুপুর সাড়ে ১২টার দিকে মহারাজপুরের ফিল্ডের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটলে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, সদর উপজেলার মহারাজপুর ফিল্ডের হাট এলাকা দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে রেনু বেগম সড়ক পারাপারের সময় পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে রেনু বেগমের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পুলিশ পিকআপটিকে আটক করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ