Monir
প্রকাশ ২২/০২/২০২২ ০১:৫৪পি এম

ফুলপুরে শিয়ালের কামড়ে এক নারী আহত

ফুলপুরে শিয়ালের কামড়ে এক নারী আহত
ময়মনসিংহের ফুলপুরে শিয়ালের কামড়ে মিনারা খাতুন (৪২) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টায় ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

জানা যায়, মিনারা গৃহস্থালি কাজে ঘর থেকে বাহিরে বের হলে হঠাৎ শিয়ালের সামনে পড়েন। হিংস্র শিয়ালটি তার দিকে তেড়ে আসে এবং তার হাতের বাহু ও বৃদ্ধাঙ্গুলিতে কামড় দেয়। আঙুলের মাথা ছিড়ে নিয়ে যায়। পরে মিনারার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং শিয়ালটিকে ধরে মেরে ফেলে। মিনারা বর্তমানে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ