ফাগুন স্মৃতি
কেয়ন ইমরান
ক্ষুদ্র বাতায়নে উঁকি দেয়
ফাগুনের রুপালী চাঁদ।
উদাস আমি মুখে হাত-
বসে আছি নিরালয়।
গত হওয়া স্মৃতি ইতিহাস-
দৃশ্য কথা বলে।
আঁখি ভরে যায় জলে,
পরেছি বিরহ ফাঁস।
জানি তুমি সুখে আছো,
নিরব আমি একা।
বাঁশ বনের জোনাকীর দেখা-
“তুমি কেমন আছো?”
মিঠেল শীতে মনে পড়ে
সেই চেনা মুখ,
আমি পেয়েছি অচেনা দুখ
দূর নিয়তির ঝড়ে।
তব এলোকেশের মিষ্টি গন্ধ
পায় না নাসিকা,
অন্ধকার মনের গলিতে একা-
কপাট দুটি বন্ধ।
তব গোলাপী অধর অদেখা
কত বছর হল,
বুকে জ্বলে চাপা অনল।
হায়, মম ভাগ্যরেখা!
পৃথিবী নামক গ্রহে অবস্থান
করতেই মম আধিঃ,
দুঃখ-কষ্ট আজন্ম ব্যাধি
পেয়েছে হৃদয়ে স্থান।
আশার পাল হতাশায় ওড়ে
গন্তব্য নেই জানা,
হৃদয়ের সাথে বিগ্রহের ঝনঝনা।
অযথায় মন পোড়ে।
এই নিশির ফাগুনে আগুন
ভিতর দগ্ধ করে,
ত্রাহি ত্রাহি করে পিঞ্জরে
পাখি হয় খুন।
চাঁদ তুমি রাতের আকাশে,
দিনের আলোতে নেই।
স্বপ্ন দেখাও শূণ্যের মাঝেই,
সুখ পাও সর্বনাশে।
যুগে যুগে আসো তুমি
সরলকে করতে লয়।
তুমি কি মূর্ত অবক্ষয়!
অমৃতে গরল চুমি!