প্রিয় তমা, আমি তোমাকে সেই নীল সমুদ্রে নিয়ে যেতে পারি।
সেখানে গেলে দেখা মিলবে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন।
তোমাকে নিয়ে যাব অজানা দেশে।
জল, কোমল চাঁদনী রাতের মায়া।
বালির কণা জলের সঙ্গম নোঙর করে নরম নিয়ন প্রেম।
নিয়ে নিল চলরাশির মাঝে হারিয়ে যাবো এক অজানা দেশে"!
সেন্টমার্টিন প্রবাল প্রহরে ডুবে থাকে আমার মন
তোমায় নিয়ে বিকেলের সময় টা যেন ছিল এক অসাধারণ,
সব কিছুই যেন হাতের কাছে আকাশ,বাতাস,সাগর, এই সব কিছুই সেন্টমাটিন গেলেই মিলবে "
বিজলীর মতো নিবো আলোয় চমকে উঠে
সাগরের ঢেউ সেই সাথে তোমার হাসি এখন আমার কানে বাঝে,
সেখানে সারিবদ্ধভাবে শত শত নারকেল গাছ,
মনে হয় হারিয়ে গেছি শামুক-ঝিনুক রঙের কাঁকড়ার পদচারণায় আবার এই সেন্ট মার্টিনে,
সব কিছুই যেন নতুন লাগে এই খানে
মেঘ-সূর্যের ভালবাসা দেখতে দেখতে নেমে আসলো রাত্র
জেটি ঘাটে আকাশে কোটি তারার সাথে সাগরের ঢেউ"
আমি যেন হারিয়ে গেছি নতুন করে আবার এই সেন্টমাটিনে"
আমি যেন প্রেমে পরেছি নতুন করে এই সেন্টমাটিনের রুপের,