গেম ডাউনলোডের শীর্ষে রয়েছে ফ্রি ফায়ার গেম
আনোয়ারুল ইসলাম তাহসিনঃ
চলতি বছরের (২০২২) প্রথম মাসে বিশ্বে ডাউনলোডকৃত গেমগুলোর মধ্যে শীর্ষে ছিলো ফ্রি ফায়ার। গেমটি দুই কোটি ৪০ লাখের অধিকবার ডাউনলোড হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ছয় শতাংশ বেশি। খবর আইএএনএস।
গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার প্রকাশিত প্রতিবেদন মতে, ফ্রি ফায়ার গেমটি সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ভারতে। বিশ্বে মোট ডাউনলোডের ২৫ দশমিক পাঁচ শতাংশই ভারত থেকে ডাউনলোড হয়েছে। আর ১১ দশমিক সাত শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলো ব্রাজিল।
জানুয়ারি গেম ডাউনলোডের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিলো সাইবো গেমসের সাবওয়ে সার্ফারস। বিশ্বে গেমটি ২ কোটি ৩৭ লাখের অধিকবার ডাউনলোড হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮ দশমিক ছয় শতাংশ বেশি।