MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ২২/০২/২০২২ ০৫:১৮পি এম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মোঃ হেদায়েতুল ইসলাম

ফেব্রুয়ারির একুশ তারিখ দিয়েছিল বাঙালি গর্জন,
মাতৃভাষার মর্যাদা রক্ষায় অমরত্ব বাঙালি করেছিল অর্জন।
হায়েনার ওই রক্তচক্ষু বাঙালিকে দমাতে পারেনি,
বাংলা মোদের রাষ্ট্রভাষা বীর বাঙ্গালী সংগ্রাম ছাড়েনি।
বাংলা মায়ের বীর সন্তানেরা সেদিন লড়েছিলো,
রাষ্ট্রভাষা বাংলা চাই হুংকারে বলে দিলো।
হায়েনারা সব কুচক্রী হিংস্র তায় ছিল ভরা,
বাংলার বীরেরা মাতৃভাষা রক্ষায় হয়েছিল পাগলপারা।
হায়েনার ঐ হিংস্র থাবা যতই চালাও কামান গুলি,
বাঙালির কথা ছাড়বো না মোদের মায়ের মুখের বুলি।
হায়েনার গুলিতে অজস্র তাজা প্রাণ নিয়েছিল ওরা কেড়ে,
প্রাণ দিয়েছে বীর বাঙালি বাংলা ভাষা দেয়নি কভু ছেড়ে।
একুশে ফেব্রুয়ারির বাংলা বীররেরা করেনি নত মাথা,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে বাঙালির বীরত্বগাথা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

ROMANA ISLAM - (Comilla)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:১৯পি এম