Monjurul Islam - (Kurigram)
প্রকাশ ২২/০২/২০২২ ০৫:১৮পি এম

রংপুরে ইউএনওর বাসভবনের দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু

রংপুরে ইউএনওর বাসভবনের  দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু
ad image
তাজিদুল ইসলাম লাল, রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি বাসভবনের গ্যারেজ সংস্কারের সময় দেয়াল ধ্বসে দীপক রায় (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দীপক উপজেলার বেতগাড়ীর শেরপুর পুটিমারী গ্রামের কালিপদের ছেলে। সে গঙ্গাচড়া সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্র। এসময় তার অনার্স পড়ুয়া ছোট ভাই খোকন রায়ও গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাসভবনে সংস্কার কাজ চলছিল। সেখানে অন্যদের সঙ্গে কাজে যোগ দেন দীপক ও তার ছোট ভাই খোকন। পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি রংমিস্ত্রির কাজ করতেন। গতকাল সোমবার সকালে ইউএনওর বাসভবনে গ্যারেজের দেয়াল ঘষাঘষির কাজ করছিলেন তারা। একপর্যায়ে দেয়াল ধ্বসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপকের। এসময় আহত অপর ভাই খোকন রায়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সুত্র জানায়, সংসারে অচ্ছলতার কারণে দুই ভাই লেখাপড়ার পাশাপাশি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বড় ভাই’র মৃত্যু ও ছোট ভাই গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার জানান, ইউএনওর সরকারি বাসভবন থেকে দীপক রায়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ছোট ভাই খোকনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সার্বিক বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিনের সাথে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ