Shahidul Islam - (Mymensingh)
প্রকাশ ২১/০২/২০২২ ০৫:৪৮পি এম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দোকানে অগ্নিকান্ডঃ নিহত ১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দোকানে অগ্নিকান্ডঃ নিহত  ১
ময়মনসিংহের ফুলবাড়ীয়া বাজারের হাজী রোডে অগ্নিকান্ডে দোকানে ঘুমন্ত অবস্থায় আবু রায়হান (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । জানা যায়,নিহত কিশোর ফুলবাড়িয়া বাট্রা গ্রামের রজব আলির ছেলে।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ফুলবাড়িয়ার ফায়ার ফাইটার সুরুজ্জামান আজ রবিবার সকালে জানান, রাত তিনটার দিকে হাজী রোডে একটি ফলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় আগুনে পুড়ে দোকানের ভিতরেই ঘুমন্ত রায়হানের মৃত্য হয়। পরে পুলিশ ও দমকলকর্মীরা নিহত কিশোরের মরদেহ উদ্বার করে । নিহত রায়হান শহিদুল ইসলামের ফলের দোকানের কর্মচারি ছিল। তবে আগুনের সুত্রপাতের কারণ জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ