Monir
প্রকাশ ২০/০২/২০২২ ০৪:৪৩পি এম

শপথ নিলেন আদমদীঘির নির্বাচিত ছয় ইউপি চেয়ারম্যান

শপথ নিলেন আদমদীঘির নির্বাচিত ছয় ইউপি চেয়ারম্যান
ad image
বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলার ৬ ইউপির নির্বাচিত চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নিয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণকারী ইউপি চেয়ারম্যানরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়নের নাহিদ সুলতানা তৃপ্তি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আব্দুল হক আবু, আদমদীঘি সদর ইউনিয়নের জিল্লুর রহমান, নশরতপুর ইউনিয়নের গোলাম মোস্তফা, কুন্দগ্রাম ইউনিয়নের শামীম উল ইসলাম ও চাঁপাপুর ইউনিয়নের আব্দুস সালাম মাস্টার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হক নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় প্রমুখ।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ