MD. MAMUNUR RASID - (Lalmonirhat)
প্রকাশ ২০/০২/২০২২ ০১:১৬পি এম

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিলসহ আনারুল হক (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিকে আটক করেন পুলিশ।আটক মাদক কারবারি উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণবালাপাড়া গ্রামের মহুবর রহমানের ছেলে। শনিবার বিকেলে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ ও এসআই ওয়ালিউর রহমানসহ একদল পুলিশ উপজেলার মহিষখোচা ইউনিয়নে দক্ষিণবালাপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মহুবর রহমানকে আটক করে পুলিশ তল্লাশী চালিয়ে তার ব্যাগ থেকে ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ। পুলিশ আরো জানায়, এসব ফেন্সিডিল সীমান্ত থেকে এসে মজদু হত মাদক কারবারি রানার বাড়ীতে। এসব মজুদকৃত ফেন্সিডিল তিস্তার চরাঞ্চল হয়ে রংপুরের পাচার করা হত।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ