Mahfuzur Rahman - (Mymensingh)
প্রকাশ ১৯/০২/২০২২ ১২:২১পি এম

স্মৃতিসৌধ

স্মৃতিসৌধ
কবিঃমুহাম্মদ রাকিব

মানবের ঐ মহামানব
রক্ত ঝরা ফাগুনের আগুনের জ্বেলে
আনল স্মৃতিসৌধ ছিনিয়ে যারা মায়ের ই ভাষা
তাদের তরে স্মৃতি চারণ
আমাদেরই মাতৃভাষা
বাংলা আমার অনুপ্রেরণা
নিশী জাগরণে ডাহুকের ডাক
বাংলা আমার ক্ষত্রিয়,স্বপ্ন-বিলাসে
সূর্য উঠার পূর্ব বাংলা,
যেন চাঁদ নির্মিষেই হানা দেয়।
যতদিন রবে বাহুতে বল
বাংলার বিরুদ্ধে আসলে আঘাত
লড়ে যাবো ততদিন
শুনে রাখিস কাপুরুষের দল
টগবগে তরুনেরা আজও জানে,
দৃঢ় পত্যাশীর ফাগুনে
পেয়েছি আমরা সহজ করে
মায়েরই মুখের বুলি
ত্রিশ লক্ষ্য প্রাণে
তবু দুষমণদের ভাষা আজও বাঙালি বলে
ইংলিশ মিডিয়ামে পড়ে
মায়ের ভাষাকে অবমাননা করে
কীভাবে পারে মানব
রাষ্ট্রভাষা বাংলা দাবিতে ধামাল গর্জন ভূলে যেতে
কীভাবে পারে রক্ত ঝরা ফাগুন কে অস্বীকার করিতে
মনে কি জাগে না ভয়
মানব নয় তুই
কুলাঙ্গার তোর পরিচয়
মনে কি পড়ে নজরুলের বাণী।নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহা শ্মশান
আমার ভাইয়েরা রক্তে রাঙিয়েছে ফাগুন
তাদের
হায় রে মানব!বিবেক
মস্তিষ্ক আজ ঘৃণাঞ্চলে,
চলেছি চিরতরে
নাস্তানাবুধ নষ্টের দখলে
দাসত্ব ছাড়ো,বাংলার শপথ
অচিরেই মাথা উঁচুর করার রাজত্ব
কভু
ভূলিবার নয়
শত শোক,শত কোটি সালাম,যাদের প্রাণের বিনিময়ে
স্বাধীনভাবে মায়ের ভাষা বলি
শত লক্ষ্য সালাম শহিদী তরে
স্মৃতিসৌধ আজ বাংলার ধামাল ছেলের মায়েদের গর্ব
স্মৃতিসৌধ আজ বিশ্বের বুকে
মাথা উঁচু করে কথা বলার গর্জন
শত সহস্র করি সালাম
নিবেদঞ্চ বিশেষ
সকল ভাষা শহিদের
আমারই হৃদয়ে গাঁথা থাক
ত্রিশ লক্ষ্য প্রাণের
স্মৃতির চরণে
শত সহস্র সালাম।
যেন চাঁদরূপী মায়ের
নক্ষত্রের ন্যায় উজ্জল আমার রক্ত ঝরা ফাগুন
অনাবিল অস্তিত্ব জুড়ে রবে
অমর একুশে ফেব্রুয়ারি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ২৭/০২/২০২২ ০৯:৫৫পি এম
MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ০১/০৩/২০২২ ০৯:৪৩পি এম