মাসুম বিল্লাহ্ - (Bagerhat)
প্রকাশ ১৯/০২/২০২২ ১২:২৭পি এম

সোবাহান মুন্সী শরণখোলার আওয়ামী আদর্শের নাম-এমপি মিলন

সোবাহান মুন্সী শরণখোলার আওয়ামী আদর্শের নাম-এমপি মিলন
শরণখোলায় আওয়ামী রাজনীতিতে মরহুম আব্দুস সোবাহান মুন্সী একটি আদর্শের নাম। বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান মুন্সীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ১৭ ফেব্রæয়ারী বিকেলে উপজেলার শরণখোলা বাজারে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে অনুষ্ঠিত স্মরণ সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন একথা বলেন।

সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ডাকসুর সাবেক সদস্য আব্দুল হক হায়দার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল হক।

স্মরণসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা এম.এ রশিদ আকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ খালেক খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি এম ওয়াদুদ আকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ