Monir
প্রকাশ ১৮/০২/২০২২ ০২:০৮পি এম

রাজনীতির নামে অপরাজনীতি চাই না: শিক্ষামন্ত্রী

রাজনীতির নামে অপরাজনীতি চাই না: শিক্ষামন্ত্রী
ad image
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতির নামে অপরাজনীতি চাই না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।

শুক্রবার চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো তাহলে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সম্পৃক্ত হতো। যদিও এ কমিটিতে কোনো নাম দিচ্ছে না তারা। বিএনপি সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। যা জাতি এখন বুঝে এবং জানে।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ