রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু!
কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (১৩) নামের এক প্রাইমারী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শৌলমারী ইউনিয়নের ডাঙ্গুয়া পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আলমগীর হোসেন ডাঙ্গুয়া পাড়া গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের পুত্র ও ডাঙ্গুয়াপাড়া ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
শৌলমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, আলমগীর নিজ বাড়িতে বৈদ্যুতিক হাউজ ওয়্যারিং এর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত রৌমারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুল হাসান শুভ মৃত ঘোষণা করেন।ডাঃ নাজমুল হাসান জানান হাসপাতালে আনার পূর্বেই আলমগীরের মৃত্যু হয়।