Monir
প্রকাশ ১৭/০২/২০২২ ০৩:২১পি এম

মেঘনায় বরিশালগামী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ১

মেঘনায় বরিশালগামী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ১
ad image
মুন্সিগঞ্জের গজারিয়ার সীমানা সংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবে যাওয়া বাল্কহেডে থাকা ৬ জনের মধ্য ৫ জন সাতঁরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে মোতালেব (৫৫) নামের এক শ্রমিক।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭।
পথে রাত পৌনে ১১টার দিকে লঞ্চটি মেঘনায় চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে বালুবাহী বাল্কহেডকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে ৬ শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। তাদের মধ্যে ৪জন সাঁতরে তীরে ও একজন অপর একটি লঞ্চে উঠেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে একজন।

এ ঘটনায় নিখোঁজ শ্রমিকের সন্ধানে সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস।

এছাড়াও দুর্ঘটনা কবলিত লঞ্চটির সামনের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চটি পাড়ে নোঙর করা রয়েছে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ