নরসিংদী জেলা পুলিশের 'বডি ওর্ন' ক্যামেরা কার্যক্রম উদ্বোধন
নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ের কর্মরত সদস্যদের বডি ওর্ন ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলাখানা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
এসময় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপুর (সদর সার্কেল) শাহেদ আহাম্মেদ, ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর (টি আই ) সাখাওয়াত হোসেন, মোল্লা তাসলিম হোসেন, রাফিকুল ইসলাম মিধা, সার্জেন্ট সালাউদ্দিন, হুময়ন কবির, শামিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পরবিহন নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে ৭টি থানায় ৭টি এবং ট্রাফিক বিভাগে ৮টি বডি ওর্ন ক্যামেরা সরবারহ করা হয়েছে।
নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সাংবাদিকদের জানান, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।