ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তিতে যমুনা প্রতিদিনের শুভেচ্ছা
১৬ ফেব্রুয়ারি) দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি।শুরু থেকে প্রতিদিন নতুন উদ্যমে,নতুন পরিস্থিতি মোকাবিলা করে বছর পরিভ্রমণ করেছে প্রতিষ্ঠানটি।এর তরুণ ও উদ্যমী সাংবাদিকরা যেভাবে সবার আগে সর্বশেষ সত্য তুলে আনতে পরিশ্রম করে যাচ্ছেন,সেটা সত্যিই প্রশংসার দাবিদার।
দেশের অন্যতম পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কম। আজ মঙ্গলবার পোর্টালটির পক্ষ থেকে সম্পাদক নিহাল খান প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করেছেন। তিনি বলেন,নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’ একটু ব্যতিক্রম।সফলতার সাথে মাত্র এক বছরের মধ্যে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হয়ে ওঠার স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের হ্নদয়ে স্থান করে নিয়েছে পোর্টালটি।
প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করায় ঢাকা পোস্টের সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। উল্লেখ্য,২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করে নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।দর্শক-পাঠকদের আস্থা ও ভালোবাসা সঙ্গী করে এরই মধ্যে প্রতিষ্ঠানটি এক বছর পার করল।অতি অল্প সময়ে পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি ঢাকা পোস্ট নিজের সাফল্যের ঝুলিতে অসংখ্য অর্জন জমা করেছে।