Mahfuzur Rahman - (Mymensingh)
প্রকাশ ১৭/০২/২০২২ ০১:২২পি এম

একরাতে গফরগাঁওযে তিন কৃষকের ১১ গরু চুরি

একরাতে গফরগাঁওযে তিন কৃষকের ১১ গরু চুরি
মাহফুজুর রহমান ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে একরাতে তিন কৃষকের ১১ টি গরু চুরির ঘটনা ঘটেছে।কৃষকের ১৫ লক্ষ টাকার ক্ষতি। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, রাতের কোন এক সময় উপজেলার পাঁচভাগ গ্রামের কৃষক সোহাগ মিয়ার দুধের গাভীসহ ৪টি,বাহার উদ্দিন মাষ্টারের ষাড়সহ ৪টি ও পাশ্ববর্তী নলচিড়া গ্রামের আজু মিয়ার বাড়ি থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। কৃষকদের দাবী এতে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। ইউপি সদস্য হাফেজ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গরু চুরির প্রবণতা বেড়ে গেছে এলাকায়।কৃষকদের মনে আতঙ্ক বিরাজ করছে। পাগলা থানার অফিসার ইন চার্জ(ওসি)মোঃ রাশেদুজ্জামান বলেন, খোজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ