ট্রলি খাদে পড়ে প্রাণ গেল চালকের, আহত সহযোগী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২২) নামে এক ট্রলি (হামজা) চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা অপর সহযোগী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার সাপলেজা বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের পুত্র।
আহত অপরজন হলেন, একই এলাকার ইব্রাহিম (২২)। স্থানীয়দের সহযোগীতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঠবাড়িয়া থেকে বেতমোর যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাপলেজা বাজার সংলগ্ন ব্রিজের ঢালের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রলি চালক কামরুলের। এসময় গুরুতর আহত হন গাড়িতে থাকা তার অপর সহযোগী।
বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, সাপলেজা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।