পবায় মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, হড়গাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা আবুল কাশেম মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এম এন জহুরুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর সিনিয়র কর্মকর্তা আবু বাককার সিদ্দিক, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি,সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।