Mahfuzur Rahman - (Mymensingh)
প্রকাশ ১৫/০২/২০২২ ১২:১০এ এম

স্মৃতিময় ফেরিওয়ালা।

স্মৃতিময় ফেরিওয়ালা।
গ্রামের ছেলে আমি। গ্রামেই জন্ম এবং গ্রামেই বেড়ে উঠা। বাড়ির পাশেই ছিল বাজার। খুব ছোটবেলা দেখতাম ফেরিওয়ালারা গাড়ি করে এসে বিভিন্ন জিনিস বাড়ী বাড়ী ফেরি করে বেড়াতো। দূর্নিবার আকর্ষন ছিল তাদের ওই জিনিসগুলোর প্রতি। ফেলে আসা সেই দিনগুলোর এবং সেই ফেরিওয়ালাদের স্মৃতিচারন হচ্ছে - ফেরিওয়ালা সম্ভবত তখন বিটিভি ছাড়া আর কোন বাংলা চ্যানেল ছিল না। বিটিভিতে তখন প্রতি সোমবার অসম্ভব সুন্দর একটা ধারাবাহিক নাটক প্রচারিত হতো ।

নাটকের নাম মনে না থাকলে ও নাটকের থীম সং টা আজো গেঁথে আছে মনের মাঝে। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙ্গের কষ্ট....ভার্চুয়াল জগতের প্রথম নাম ছিল কালিদাসের সেই মহাকাব্য মেঘদূত এর অনুকরন। কিছু স্পর্শকাতর স্মৃতিকে স্মৃতি বানাতে গিয়ে দিতে হয়ে সেই নামের বিসর্জন। জন্ম হল নতুন আরেক গল্পের এবং সেই সাথে নতুন চরিত্রের। ইসলামী আদর্শের সাথে মিল রেখে দুই দিনের এই দুনিয়ায় ফেরিওয়ালার চেয়ে আর উৎকৃষ্ট নাম কি হতে পারে?

লেখক/মাহফুজুর রহমান

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

ABDUS SALAM - (Comilla)
প্রকাশ ২৪/০৫/২০২৩ ০২:২০পি এম