সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ২ নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দেওয়ালের পাশের ফুটপাত থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে একটি ককশিটের বক্সে কাপড় পেঁচানো অবস্থায় ওই দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বিষয়টি দ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারের পর মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।