চাকুন্দিয়ায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত ।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন অংশীদারিত্ব টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত লক্ষ্যে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ই ফেব্রুয়ারি বিকালে ৫ নং ওয়ার্ডের চাকুন্দিয়া নতুন বাজার(ইনছারের মোড়) ইউপি সদস্য জনাব মনিরুল ইসলাম মালী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ।উক্ত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, সংরক্ষিত মহিলা সদস্য মাসুরা বেগম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন মালী , ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পতিরাম হালদার, নজরুল গাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ,দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য । উক্ত উন্মুক্ত সভায় অত্র ওয়ার্ডের জনসাধারণ কর্তৃক গৃহীত প্রয়োজনীয় প্রকল্প লিপিবদ্ধ করা হয় ।