Jahidur Rahman - (Dhaka)
প্রকাশ ০৬/০২/২০২২ ০১:২৭পি এম

শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত প্রথম নারী সাধারণ সম্পাদক পদ পেয়ে আনন্দ অশ্রু নিপুণের

শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত প্রথম নারী সাধারণ সম্পাদক পদ পেয়ে আনন্দ অশ্রু নিপুণের
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন ঘিরে গঠিত আপিল বোর্ড চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন এফডিসির বাগানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তাঁরা এবারের শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সৃষ্ট জটিলতা নিয়ে প্রাপ্ত তথ্য–উপাত্ত বিশ্লেষণ শেষে নতুন করে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। অনিয়মের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সোহান জানালেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণই হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ সময় পাশেই বসে ছিলেন নিপুণ। বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেঁদে ফেলেন নিপুণ। বলেন, সত্যের জয় হয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করে সম্প্রতি আপিল করেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণচলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করে সম্প্রতি আপিল করেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনের দিন দুপুর থেকেই সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আরেক সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে অনিয়ম আর ভোট কেনার অভিযোগ করেন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন এসব অভিযোগ আমলে না নিয়ে জায়েদ খানকে জয়ী ঘোষণা করেন। সাধারণ সম্পাদক প্রার্থীর জয় মেনে না নিয়ে সংবাদ সম্মেলন করে জায়েদের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে ধরেন নিপুণ। এরপর এবারের শিল্পী সমিতির নির্বাচনের অনিয়মের তথ্য–উপাত্ত পৌঁছে যায় আপিল বোর্ড হয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় বিষয়টি আপিল বোর্ডের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়। আজ শনিবার সন্ধ্যায় আপিল বোর্ড দুই পক্ষকে ডেকেছিল। নিপুণ আপিল বোর্ডের ডাকে সাড়া দিলেও জায়েদ খান হাজির হননি। অভিযোগ ‘প্রমাণ’ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো নিপুণকে। একই অভিযোগে আপিল বোর্ড সদস্য পদপ্রার্থী চুন্নুর প্রার্থিতা বাতিল করে নাদির খানকে নির্বাচিত ঘোষণা করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ