মি:৩৬০ এবিডি উত্তরসূরী "বেবি এবি" ব্রেভিস পেয়েছে ক্রিকেট বিশ্ব
আপনি ক্রিকেটপ্রেমী হোন তাহলে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং আপনাকে দল-সমর্থকের বাইরে ক্রিকেট সৌন্দর্যের আনন্দ দিয়েছে।
ক্রিকেট ব্যাকরণের বাইরে নতুন উদ্ভাবিত শটে পুরো ক্রিকেট বিশ্ব ভক্ত হয়েছে এবিডির ব্যাটিং নিয়ে।
সেই এবিডি আন্তর্জাতিকের পর সব ধরনের ক্রিকেট ছেড়ে দিল তখন ক্রিকেট পানসে হয়ে গিয়েছে।
তবে, বেশিদিন অপেক্ষা করতে হলো না। যেন এবিডি যেখানে শেষ রেখে গিয়েছিল সেখান থেকেই প্রত্যাবর্তন করলো এবিডি ভিলিয়ার্সের উত্তরসুরী।
ভিলিয়ার্সের মতো দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সব বিশ্বকাপ মিলিয়ে ৫০৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শেখর ধাওয়ানের রেকর্ড ভেঙ্গে।
ডেওয়াল্ড ব্রেভিস তার ব্যাটিং টেকনিক, শট সবকিছুই পরিণত এবিডি ভিলিয়ার্সের ছাপ স্পষ্ট। ভিলিয়ার্সের ব্যাটিং পরিণতের কারিশমা আন্তর্জাতিক ক্রিকেট দেখতে সময় লাগলেও ব্রেভিসের সম্ভবত সময় লাগবে না।
এবার আইপিএল নিলামে যুব দলের ক্রিকেটারের মধ্যে তার দল পাওয়ার সম্ভাবনা আছে।
তবে কি আবারও ভিলিয়ার্সের নান্দনিক সৌন্দর্যের ব্যাটিং দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব?
ব্রেভিসের ব্যাটিং সেই ইঙ্গিত দিচ্ছে।